shartnewsbd@gmail.com সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

বিওএর সদস্য হলেন ফরহাদ জেসমিন লিটি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ০৯:০৭ এএম

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) চার্টার্ডের গাইডলাইন অনুযায়ী বিওএর নির্বাহী কমিটিতে অ্যাথলেট কমিশনের একজন অন্তর্ভূক্ত থাকবেন। সেই হিসাবে গতকালের এজিএমে লিটিকে অন্তর্ভূক্ত করা হয় নির্বাহী কমিটির সভায়।

 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন নভেম্বরে। কিন্তু তার আগেই কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন সাবেক অ্যাথলেট ও বিওএর অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান ফরহাদ জেসমিন লিটি। বুধবার বিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সভাপতিত্বে কুর্মিটোলা গলফ সেন্টারে আয়োজিত বিওএর বার্ষিক সাধারন সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নভেম্বরে বিওএর নির্বাচন হলেও লিটিকে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) চার্টার্ডের গাইডলাইন অনুযায়ী বিওএর নির্বাহী কমিটিতে অ্যাথলেট কমিশনের একজন অন্তর্ভূক্ত থাকবেন। সেই হিসাবে গতকালের এজিএমে লিটিকে অন্তর্ভূক্ত করা হয় নির্বাহী কমিটির সভায়। আগামী ২০২৭ সাল পর্যন্ত বিওএর নির্বাহী কমিটির সদস্য হিসাবে থাকবেন লিটি। কারন বিওএর অ্যাথলেট কমিশনের চেয়াম্যান হিসাবে ওই পর্যন্তই সময় তার।

বিওএর সদস্য হয়ে লিটি বলেন, ‘আমি কৃতজ্ঞ বিওএর সভাপতি ও সেনাপ্রধানের প্রতি। কৃতজ্ঞ আমার অ্যাথলেট কমিশনের সদস্যদের প্রতি আমাকে বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে মনোনীত করায়। চেষ্টা করব আগামীতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে।’ বিওএর নির্বাচনে অ্যাথলেট কমিশন থেকে দু’জন কাউন্সিলর রয়েছেন। একজন লিটি ও অন্যজন গলফার সিদ্দিকুর রহমান। বিওএর নির্বাচন বিধিমালা অনুযায়ী দু’জন কাউন্সিলরের মধ্যে একজন বিগত তিন অলিম্পিক গেমসের মধ্যে একটিতে খেলতে হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর