shartnewsbd@gmail.com মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

আগামী মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা বিওএর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

১৯৭৮ সালে শুরু হওয়া বাংলাদেশ গেমস ২০০২ সালের পর দীর্ঘদিন বন্ধ ছিল। ২০১৩ সাল থেকে পুনরায় আবার এই গেমস শুরু হয়েছে। ২০১৭ সাল থেকে যুবদের জন্য আলাদা গেমসও আয়োজন করছে বিওএ। দুই বছর অন্তর অন্তর যুব ও বাংলাদেশ গেমস আয়োজন করে আসছে।

 

আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে বসবে সাউথ এশিয়ান (এসএ) গেমসের আসর। তারপরেই মার্চে বাংলাদেশ গেমসের দশম আসর আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে সবকিছুই প্রাথমিক আলোচনায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর। তার কথা, ‘নির্বাহী কমিটির সভায় মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবকিছুই প্রাথমিক আলোচনায় রয়েছে। কারণ সামনেই জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনের তারিখ এবং অবস্থা বুঝে বাংলাদেশ গেমস আয়োজন করা হবে।’

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মাঝেই আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে বসতে চলেছে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৪তম আসর। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এ টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই অর্থ বরাদ্দ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, ট্রেনিংও শুরু করেছে ফেডারেশনগুলো। সবশেষ ২০১৯ সালে নেপালে বসেছিল এসএ গেমসের আসর। এরপর কেটে গেছে ছয় বছর। ২০২৩ সালে হবার কথা থাকলেও, কয়েক দফা পিছিয়ে আগামী বছর করার কথা বলেছে আয়োজক দেশ পাকিস্তান। তিনটি শহরে গেমসের আসর হলেও ভারত অংশ নেবে কি না- এটিও একটা বড় প্রশ্ন। এসবের শঙ্কার মাঝেও অনুশীলন করছে দেশের ফেডারেশনগুলো।

 

সাল বাংলাদেশ গেমসের আসর
১৯৭৮ প্রথম আসর
১৯৮২ দ্বিতীয় আসর
১৯৮৬ তৃতীয় আসর
১৯৯০ চতুর্থ আসর
১৯৯৪ পঞ্চম আসর
১৯৯৬ ষষ্ঠ আসর
২০০২ সপ্তম আসর
২০১৩ অষ্টম আসর
২০২০ নবম আসর

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর