shartnewsbd@gmail.com মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

লাওসের মাঠে অনুশীলন শুরু আফঈদা-সাগরিকাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৫ ২৩:০৮ পিএম

ঢাকা থেকে শনিবার দুপুরে থাইল্যান্ড হয়ে লাওসে পৌঁছেছে বাংলাদেশ। কোচ পিটার বাটলারের শিষ্যরা রাতে বিশ্রাম নিয়ে আজ রোববার স্থানীয় সময় ভোরে ছয়টায় অনুশীলন করেছে।

 

 

নতুন দেশে প্রথম দিন অনুশীলন শেষে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, ‘নতুন দেশ, পরিবেশ ভালোই লাগছে। অনুশীলনও ভালো হয়েছে।’ ৬ আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ। স্বাগতিকদের বিপক্ষে জিততে চাইছেন আফঈদা, ‘কোচ যেভাবে বলবে, আমরা সেভাবে খেলবো। আমাদের টার্গেট ম্যাচ জেতা, প্রথম লক্ষ্য লাওস।’

 

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর সাগরিকা অনুশীলন শেষে বলেন, ‘আমরা কাল বাংলাদেশ থেকে আসছি, সকালে অনুশীলন ছিল ভালো হয়েছে। আমাদের লক্ষ্য টুর্নামেন্ট জেতা।’

 

৬-১০ আগস্ট লাওসে নারী এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও অপেক্ষাকৃত দুর্বল তিমুরলেস্তে। গ্রুপে দক্ষিণ কোরিয়া থাকায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই বেশি পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে আট গ্রুপের সেরা তিন রানার্সআপের একটি হয়ে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর