shartnewsbd@gmail.com মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

ভুটান নারী লিগ চ্যাম্পিয়নশিপ

এবার ৫ গোল করে ভুটানে সেরা কৃষ্ণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৫ ১০:০৮ এএম

ভুটান নারী ফুটবল লিগে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। কখনো সাবিনা খাতুন, কখনো শামসুন্নাহার, কখনো মাতসুশিমা সুমাইয়া। আবার কখনো সেরা হচ্ছেন ঋতুপর্না চাকমা। এবার হ্যাটট্রিকসহ ৫ গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন কৃষ্ণা রানী সরকার।



সাবিনা-ঋতুপর্ণা চাকমাদের পারো এফসি রয়েছে লিগের সবার শীর্ষে। তাদের পিছু ছুটছে কৃষ্ণা, রুপনা চাকমাদের ট্রান্সপোর্ট ইউনাইটেড। মঙ্গলবার ট্রান্সপোর্ট ইউনাইটেড ১২-০ গোলে ফুটসেলিং হিরোস ওমেন্স ফুটবল ক্লাবকে হারায়।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সিনিয়র ফুটবলার কৃষ্ণা রাণী সরকার ৫ গোল করেন। প্রথমার্ধেই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে করেন আরো দুই গোল। ১২ গোলের মধ্যে কৃষ্ণা পাঁচ গোল করায় ম্যাচ সেরা হন। ভুটান নারী লিগে এটি কৃষ্ণার দ্বিতীয় ম্যাচ সেরার স্বীকৃতি। কয়েক মাস বিরতির পর আবার ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ায় কৃষ্ণা বলেন, ‘ভালো লাগছে আবার ম্যাচ সেরা হলাম। এটা আমার দ্বিতীয়বার। দল বড় ব্যবধানে জিতেছে আমি সেখানে অবদান রাখতে পেরেছি। এটাই ভালো লাগা।’


ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলেন ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার, বাংলাদেশের ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা। মাসুরা ডিফেন্ডার হলেও ভুটান লিগে কয়েকটি গোল করেছেন। মঙ্গলবার অবশ্য কোনো গোল পাননি। বাংলাদেশের গোলরক্ষক রুপনা ক্লিনশিট রেখেছেন। ফরোয়ার্ড কৃষ্ণা একাই দলের প্রায় অর্ধেক সংখ্যক গোল করেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর