shartnewsbd@gmail.com মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

বাফুফের জরুরি সভা আজ, চোখ রাখুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ০৯:০৮ এএম

জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের ছাড়েনি বসুন্ধরা কিংস। ফলে ২৪ জনের মধ্যে মাত্র ১৪ জন ফুটবলার নিয়ে অনুশীলন করাচ্ছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

 

এ নিয়ে আজ বিকালে বাফুফে ভবনে জাতীয় দল কমিটি জরুর সভা ডেকেছে। উপস্থিত থাকবেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

 

হংকং ম্যাচের আগে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে। সেই প্রীতি ম্যাচের জন্য ১৩ আগস্ট থেকে ক্যাম্প শুরু হয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা কিংসের ফুটবলারদের ১৫ আগস্ট ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল। কিংস খেলোয়াড় ছাড়তে পারবে না আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় বাফুফেকে। ফলে কোচ হাভিয়ের কাবরেরা কখনো ১২ জন কখনো ১৪ জন নিয়ে অনুশীলন করাচ্ছেন।

 


বসুন্ধরা কিংস প্রাক মৌসুম প্রস্তুতি ও ফুটবলারদের ইনজুরি এড়ানোর জন্য জাতীয় দলে খেলোয়াড় এই মুহূর্তে ছাড়ছে না এমনটি চিঠিতে জানিয়েছে। অথচ ঢাকা আবাহনী জাতীয় দলে সাত জন ও অ-২৩ দলের জন্য তিন জন ছেড়েছে। অন্য ক্লাবগুলোও খেলোয়াড় ছাড়তে পারলেও সমস্যা শুধু যেন কিংসেরই।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর