কুংফুতে হংকংয়ের কোচ টেডি লাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
০১ আগষ্ট ২০২৫ ১০:০৮ এএম
দেশের কুংফুতে নতুন সংযোজন হংকংয়ের কোচ শিফু টেডি লাই। আজ সকালে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।
এই প্রথম কুংফুতে বিদেশে কোন কোচ এলেন বাংলাদেশে। আজ তাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান ২০১০ ঢাকা সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী উশুকা মেসবাহ উদ্দিন। উশুর সাধারন সম্পাদক শিফু দিলদার হাসান দিলু বলেন, ‘আমরা দেশের কুংফুকে যুগোপযোগিত করতে এবং কুংফুকে এগিয়ে নিতে বিদেশি কোচ এনেছি। এতে আমাদের খুব একটা খরচা হচ্ছে না। কেবল থাকা-খাওয়াই দিচ্ছি। আশাকরি তার মাধ্যমে দেশের কুংফু খেলোয়াড়রা আরও ভাল কিছু করবে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: