shartnewsbd@gmail.com মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান সেপাক টাকরোতে সাতক্ষিরা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

তারুণ্যের উৎসবে র‌্যালি ও জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।


 র‌্যালিটি জাতীয় ক্রীড়া পরিষদের সামনে থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এসে শেষ হয়, যেখানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 


নকআউট পদ্ধতিতে কোয়াড খেলায় চ্যাম্পিয়ন হয় সাতক্ষিরা জেলা। ফাইনালে তারা ২-১ সেটে ঢাকা জেলা দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। ৮ দলের এই টুর্নামেন্টে সাতক্ষীরা জেলা দল, ঢাকা জেলা দল, নীলফামারী জেলা দল এবং মুন্সীগঞ্জ জেলা দল সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে, সাতক্ষীরা জেলা দল নীলফামারী জেলা দলকে এবং ঢাকা জেলা দল মুন্সীগঞ্জ জেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।


সকালের র‌্যালি থেকে শুরু করে টুর্নামেন্টের সকল কার্যক্রমে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালী, কোষাধ্যক্ষ মোঃ জামাল হাসান, সদস্য মোঃ আবু হানিফ, সদস্য মোঃ লুৎফুল করিম, সদস্য মোঃ খালিদ সাইফুল্লাহ, সদস্য মোঃ মাহমুদুল হাসান রিয়াজ, সদস্য ববিতা রানী রায়, এবং সদস্য শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর