রোলার স্কেটিংয়ে ঢাকা বিভাগে আহনাফ- ফালিহা চ্যাম্পিয়ন
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনব্যাপী ঢাকা বিভাগের রোলার স্কেটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে আহনাফ ও ফালিহা। শুক্রবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্সের ইনডোরে অনুষ্ঠিত হয় ছোট ছেলে মেয়েদের নয় গ্রুপে খেলা।
মেয়েদের ৪-৫ বছর গ্রুপে ফালিহা, ৬-৭ বছর গ্রুপে ইসরাত জাহান, ৮-৯ বছর গ্রুপে রোদেলা জামান এবং ১০-১১ বছর গ্রুপে আশরাফী আজম চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ছেলেদের বিভাগে ৪-৫ বছর গ্রুপে আহনাফ তাজওয়ার খান, ৬-৭ বছর গ্রুপে কাশিফ আয়ান এবং ৮-৯ বছর গ্রুপে আরিয়ান চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কর তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। এ সময় রোলার স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক লুৎফর রহমান এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: